
সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ৩ বছর পালিয়ে থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে কারাগারে পাটিয়েছে থানা পুলিশ। সে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মখলিছ মিয়ার ছেলে সুহেল মিয়া। সুহেল মিয়া বর্তমানে সদর ইউনিয়নের নরসিংপুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে পার্শ্ববর্তী জগন্নাথপুর থানার কেউনবাড়ী বাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। তার বিরুদ্ধে ২০১৮ সালে দায়ের হওয়া ৯৮২/১৮ নম্বার মামলায় ৬ মাসের কারাদণ্ড ও দশ লক্ষ টাকা অর্থদন্ড দেন আদালত। বিশ্বনাথ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান বলেন,উভয়দন্ডে দন্ডিত এ আসামি পালিয়ে বেড়াচ্ছিল। দীর্ঘদিন পালিয়ে থাকার পর বুধবার রাতে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ (সিলেট) থেকেঃ
আপনার মতামত লিখুন: